শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ - ০৮:৪৭
ইসরায়েলি হামলা ব্যর্থ; প্রতিরোধ তাদের উপযুক্ত শিক্ষা দেবে

ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেছেন, দখলদার ইসরায়েলের হামলা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। তার ভাষায়, “আমাদের দৃঢ় প্রতিরোধই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।”

হাওজা নিউজ এজেন্সি: তিনি আরও বলেন, জায়োনিস্ট নেতারা সাজানো ও ভুয়া খবর ছড়িয়ে দখলদার বসতি স্থাপনকারীদের সঙ্গে প্রতারণা করছে। অপরাধী নেতানিয়াহু তার নীতির মাধ্যমে ইসরায়েলি শাসনব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

আল-মাশাতের মতে, এই অস্থায়ী ও অপরাধী শাসনের অস্তিত্ব থাকলে মধ্যপ্রাচ্যে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। তিনি জোর দিয়ে বলেন, “জায়োনিস্ট দখলদারই পুরো অঞ্চলের সংকটের মূল শেকড়। এই ক্যান্সারসদৃশ শাসনব্যবস্থা উৎখাতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, “তুমি এমন এক জাতির সাথে যুদ্ধ শুরু করেছ, যার মোকাবিলা করার ক্ষমতা তোমার নেই। তুমি আসলে এক পরাজিত নেতা, যে কেবল বর্বরতা ও আগ্রাসনের মাধ্যমে নিজ দেশের অভ্যন্তরীণ সংকট থেকে পালাতে চাইছ।”

শেষে ইসরায়েলি আগ্রাসীদের উদ্দেশ করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, “তোমাদের হামলায় আমাদের সবচেয়ে ছোট্ট সন্তানদেরও কোনো ক্ষতি হবে না।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha